ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক অসুস্থ শিক্ষার্থীকে গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে । নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর নাম আকতারুল ইসলাম। সে ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন- ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাজু,

সমাজকল্যাণ বিভাগের ইয়াসিন ইসলাম, ইতিহাসের হৃদয় আহমেদ কাজল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম, লোকপ্রশাসনের সাইফুল ইসলাম রোমান এবং মনোবিজ্ঞান বিভাগের ওমর ফারুক শুভ। জানা যায়, গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে আকতার নিজেকে অসুস্থ দাবি করলেও অভিযুক্তরা তাকে গেস্টরুমে নিয়ে লাইটের দিকে ১০ মিনিট তাকিয়ে থাকতে বলে।

এসময় লাইটের দিকে একটানা তাকিয়ে থাকায় এক সময় আকতার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে আবার হলে নিয়ে আসা হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

কলমকথা/বি সুলতানা