পা দিয়ে লিখে টানা চতুর্থবার জিপিএ-৫ পাওয়া সেই তামান্না নূরাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে তাকে ইনস্টিটিউটের কেবিনে ভর্তি করা হয়। ইনস্টিটিউটে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার কৃত্রিম দুই হাত ও এক পা লাগানোর কথা ভাবছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামান্নার বাবা রওশন আলী। এদিকে, নিজের কৃত্রিম পা ও হাত লাগানোর খুশিতে উচ্ছাসিত অদম্য ছুটে চলা তামান্না নূরা তিনি বলেন, স্টিফেন উইলিয়াম হকিং দেখিয়েছিলেন হুইল চেয়ারে বসেই কী ভাবে মহাবিশ্বে ঘুরে বেড়ানো যায়।

আমি তো কিছুটা চলাফেলা করতে পারি। আমি পড়াশুনা শেষ করে গবেষক হওয়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন পূরণে আমার সারথি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সহযোগিতায় আমার শরীরে কৃত্রিম হাত পা লাগানোর সকল ব্যবস্থা হচ্ছে।

আমার কি যে খুশি লাগছে আপনাদের বুঝাতে পারবো না। মেয়ের স্বপ্ন পূরণে কৃত্রিম হাত পা লাগানোর সিন্ধান্তে খুশি আত্মহারা তামান্নার বাবা রওশন আলী। তিনি জানান, মেয়েকে এই পর্যন্ত নিয়ে আসতে পারব কখনো কল্পনা করি।

 

 

কলমকথা/ বিথী