অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিটে যুক্ত হলো ৯ শিক্ষার্থী। বুধবার বিকালে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে তাদের দীক্ষা প্রদান করা হয়।
ঐ স্কাউট ইউনিটের লীডার ও এএলটি মোঃ আঃ মোন্নাফ শিক্ষার্থীদের দীক্ষা প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের কমিশনার দিলীপ কুমার সাহা, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, যুগ্ন সম্পাদক ওবায়দুর রহমান, কাব লীডার সোহাগ চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কমিশনার দিলীপ কুমার সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্কাউটিং শিক্ষার্থীদের একজন আদর্শবান ও চরিত্রবান হিসেবে গড়ে তোলে। এ ছাড়াও পরিবার ও সমাজকে সমৃদ্ধশালী গড়তে ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীদের স্কাউটের দীক্ষা নেয়া প্রয়োজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।