![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/c2f2f1a55b615e7d9a3ab80987ccb08828cb94258b5a1406.jpg)
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে হবে কারণ নারীকে পিছিয়ে দেওয়ার এটাই সবচেয়ে বড় কারণ— এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
পুরুষদের পাশাপাশি নারীরা এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। তবে শিশু বয়স থেকেই নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে হবে এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সবার আগে নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে হবে।
প্রজ্বলিত মোমবাতি হাতে দাঁড়িয়ে নারীরা। গাইছেন নারী জাগরণের গান। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষে প্রতিবছরই সারাবিশ্বে এই দিনটি উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় এবারের ৮ মার্চের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া নারীরা জানান, নারী-পুরুষ বৈষম্য নয়, দেশের অগ্রগযাত্রায় সবাই মিলে কাজ করে করতে হবে।
এ বছর নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সব ধরনের বৈষম্য আর অন্যায় অবসানের লক্ষে ‘নারী পুরুষের সমতা, টেকসই আগামীর মূলকথা’-এ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন আয়োজনে দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।