অব্যবস্থাপনা এবং প্রথম বর্ষে ভর্তিতে শিক্ষার্থী সংকটের কারণে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় ফেরার পক্ষে মত দেন শিক্ষকরা।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে আলোচনা হলেও আগামী একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, গুচ্ছে যাওয়ার ব্যাপারে সভায় অনেক শিক্ষক এর পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন।
সামনের সভায় আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেব। সভায় অংশ নেয়া একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা, যাতায়াত সুবিধা, থাকা-খাওয়ার সুবিধাসহ সার্বিক ভোগান্তি হ্রাসে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানায় আয়োজক কমিটি।
তবে বিভাগ পরিবর্তন ইউনিট শুরুতেই বাদ দেয়া, পরীক্ষার ফি আচমকাই বাড়িয়ে ফেলা, কর্মদিবসে পরীক্ষার তারিখ ফেলায় তীব্র যানজট, নিজের পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে না পারা এবং সর্বশেষ মানবিক ও বাণিজ্য অনুষদের পরীক্ষার ফলাফলে অসংগতিতে গুচ্ছ পরীক্ষা ভোগান্তির কারণ হয় হাজারো ভর্তিচ্ছুর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।