ফিজিক্যালি-চ্যালেঞ্জন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুধবার, ২৯ মার্চ (৬ষ্ঠ রমযান, ১৪৪০) “ইফতার মাহফিল ও দোয়া” অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, জবি পিডিএফ এর প্রধান উপদেষ্টা এবং জবি ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মো.  আইনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন জবি পিডিএফ এর সদস্য সচিব রাজেশ কুমার দেব ও জবি পিডিএফ এর সদস্য সচিব শাহ মো. আজিমুল এহসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জবি পিডিএফ এর উপদেষ্টা মন্ডলী, নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য বৃন্দ, পিডিএফ এর ভলেন্টিয়ারগণ এবং নবীন শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি। ২০০৮ সালে পিডিএফ প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ঢাবি, রাবি, জবি, জাবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিডিএফ ইউনিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের কে নিয়ে কাজ করে যাচ্ছে দৃঢ় প্রত্যয়ে।

রোকাইয়া তিথি/জবি/এএইচ