এ বছরেও হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এক দিন আগেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা সংক্রমণের কারণে গত দুই বছরও এসব পরীক্ষা হয়নি।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, এখন শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২০০৯ সালে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও শুরু হয় ইবতেদায়ি পরীক্ষা। আর ২০১০ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয় জেএসসি ও মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা।

তবে নতুন শিক্ষাক্রমে এসব পরীক্ষার কথা উল্লেখ নেই। দশম শ্রেণিতে গিয়ে পাবলিক পরীক্ষা (এসএসসি ও সমমান) হবে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে।