জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) ফলাফল প্রকাশ করা হয়।
এবার ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ৬৯ হাজার ১২৯ জন ভর্তিচ্ছু। সে অনুযায়ী প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১৬ জন। তবে এবার ভর্তি পরীক্ষায় ৩৪ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন,
‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। জাবিতে প্রথম দফায় সাধারণত আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।