বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের এখনও বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র প্রদান করা হয়নি। দুই বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় থেকে তাদের পরিচয় পত্র সরবরাহ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
একইসঙ্গে নানাবিধ সমস্যার কথা বলেছেন একাধিক শিক্ষার্থী। তবে দ্রুতই এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন।
তিনি বলেন, প্রিন্টার মেরামতের জন্যে পাঠানো হয়েছে। শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।