বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত এই বিদ্যালয়ের মোট ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১০জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ফাতেমা ইয়াসমিন রাণী, মনিরা খাতুন ও সুবর্ণা। মানবিক বিভাগ থেকে তাহমিনা খাতুন লিজা, তামান্না খাতুন, শিলা খাতুন , তামান্না তাসনিম , বৃষ্টি খাতুন , সুরবী আক্তার জীম ও তাহসিনা খাতুন। পাস করেছে শতভাগ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।