নূরুল হক | মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের নবর্বিাচিত সভাপতি আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খানের কলেজে শুভ আগমনসহ নবনির্বাচিত অন্যান্য সদস্যদের পরিচিতি উপলক্ষে সূধী সমাবেশ ও মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সোমবার দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিনের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মোহসিন আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ। এর আগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সম্পাদক মোতাহাার হোসেন, সহসভাপতি ও পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক প্রভাষক নূরুল হক, অধ্যক্ষ ওয়াজেদ আলী, চঞ্চল ভট্টাচার্য্য, মিলন ঘোষাল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ সেলিম, সিনিয়র সদস্য অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, বিএম আব্দুল হালিম, প্রধান শিক্ষক তুহিন হোসেন, আওয়ামীলীগ নেতা ডাঃ আতিউর রহমান, গোলাম মোস্তফা খান মিঠু, সহকারি অধ্যাপক আবুল বাশার, জয়গোপাল চক্রবর্তী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গাজী আসাদ, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমূখ।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৩৯০২০৮
তারিখ-০১/০৩/২০২১ইং
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।