ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে স্থানীয়দের হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী আনন্দনগর গ্রামের এক মেসে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয়রা ্তেএ হামলণঅ চালায়। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী কামাল উদ্দিন জানান, রাতে রুমে বসে গল্প করার সময় জাহিদ ভাই এসে আমাকে ডাকেন। আমি বের হওয়ার পর মেসের সামনে উনি আচমকা আমার উপরে চড়াও হন। উনি অভিযোগ করেন, গত রাতে আমাদের চিৎকারে উনাদের ঘুম ভেঙে গেছে। তারপরও আমরা বলি এমন ভুল আর হবে না। উনি হুমকি দিয়ে বাসায় চলে যান। পরে মেস মালিককে জানাই। কিছুক্ষণ পর উনি অনেক লোকজন নিয়ে আসেন। আমি বের হলে সবাই মিলে মারধর শুরু করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।