জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেছেন, ‘নভেম্বরের মধ্যে নবনির্মিত দুটি হল উদ্বোধন করা হবে। তখন প্রত্যেক হলের গনরুমে থাকা শিক্ষার্থীদের নতুন হলগুলোতে তোলা হবে।বিশ্ববিদ্যালয়ের গনরুম শব্দটি আর শুনতে চাই না।’
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল পাঁচ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলে তিনি।
তিনি আরো বলেন,’২০২৩ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির নিকট শিগগিরই চিঠি পাঠানো হবে৷ রাষ্ট্রপতি তারিখ নির্ধারন করলে সমাবর্তনের আয়োজন করা হবে। ১ থেকে দেড় বছরের মধ্যে সেশন জট দূর করা হবে। এই লক্ষ্যে নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে।’
এর আগে আনুষ্ঠানিকভাবে সাবেক উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম নতুন উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। জাবিসাসের নতুন উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ।
জাবিসাসের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. ফরিদ আহমেদ বলেন, ‘আমি পূর্বে জাবিসাসের উপদেষ্টা ছিলাম। দ্বিতীয়বারে মত এই দায়িত্ব গ্রহন করে আনন্দিত। সাংবাদিক সমিতির সাথে পথচলা পূর্বের ন্যায় এবারো আরো গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।যেকোনো প্রয়োজনে আমাকে সবসময়ই পাশে পাবে৷ আমি আশা করবো নতুন সাংবাদিকদের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদের জানার এবং শেখার জায়গা প্রসরিত করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি নারী সাংবাদিক এর সংখ্যা বৃদ্ধি হোক এই কামনা। ‘
জাবিসাসের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলকামা আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হক, জাবিসাসের সাবেক উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।