হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ- “এসো নবীন দলে দলে,শিক্ষা নাও মনে প্রাণে” প্রতিপাদ্য হৃদয়ে ধারন করে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের আয়োজনে ফরিদপুরের মধুখালীর শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ২০২১-২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের গ্রহনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শনিবার দুপুর ১২টায় শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে কলেজের মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ব বক্তব্য রাখেন শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ জালালউদ্দিন সরদার। এসময় বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল সরদার, অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম,প্রভাষক মোঃ আনিসুর রহমানসহ প্রমুখ। ২০২১-২০২২ শিক্ষা বর্ষের প্রাায় ২ শতাধিক বিভিন্ন শাখায় শিক্ষার্থী ভর্তি হয়েছেন।