জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রং তুলির আচঁড়ে ক্ষুদে শিল্পীরা ‘নদীমাতৃক বাংলাদেশ’ ও ‘মুক্তিযুদ্ধ’ চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলেন।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে টিএসসির করিডোরে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ক্যানভাসে-ক্যানভাসে মহান নেতা বঙ্গবন্ধুকে রং-তুলির আচঁড়ে ফুটিয়ে তোলেন। রং-তুলির আঁচড়ে আঁচড়ে চিত্রিত হয়ে ওঠে জাতির জনকের মুখচ্ছবি ও নানাদিক। রং-তুলিতে উঠে আসে শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকসহ নদীমাতৃক সোনার বাংলার প্রতিচ্ছবি। অনুষ্ঠানে আগত অভিভাবক, দর্শনার্থী থেকে শুরু করে আয়োজকরাও মুগ্ধ হন শিশুদের এ চিত্রকর্ম দেখে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।