সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার মধ্য দিয়ে মামুনুল হকের অনুসারীরা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে জাতীয় সংগীত নতুনভাবে রচনার প্রতিবাদ ও শাস্তি দাবি করে সংগঠনটি।

শনিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে যখন বিদেশি অতিথিরা দেশে অবস্থান করছেন, তখন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাট করে মামুনুলের অনুসারীরা বাংলাদেশকে বিশ্বের সামনে একটি সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা রাষ্ট্রবিরোধী অপরাধ।’

জাতীয় সংগীতের বিষয়ে ঢাবি শিক্ষক সমিতি বলে, ‘সম্প্রতি মামুনুলদের উস্কানিতে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করা হয়। এর ধারাবাহিকতায় এদের কেউ কেউ জাতীয় সংগীতের বিরুদ্ধেও অবস্থান নেয়ার ধৃষ্টতা দেখায়। হেফাজত নেতা ফয়জুল্লাহ একটি গণমাধ্যমের আলোচনায় জাতীয় সংগীত নতুনভাবে রচনার যে ধৃষ্টতা দেখিয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান পরিপন্থী। মামুনুল ও ফয়জুলের অনুসারীরা তাদের রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্যের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেয় যে, তারা ১৯৭১-এর পরাজিত শক্তির প্রেতাত্মা। তারা শান্তির ধর্ম ইসলামের অপব্যবহারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টিতে ব্যস্ত।’

এছাড়া শাল্লায় হামলার শিকার পরিবারদের ক্ষতিপূরণের দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।