অদ্য ৬জুন ২০২৩ইং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে মাঠ পরিদর্শনের আয়োজন করেন কৃষিবিদ হাসিবুল হাসান।
শিক্ষার্থীদের ব্যাবহারিক ক্লাসের অংশ হিসেবে ‘আকাবা নার্সারি’ কুষ্টিয়াতে এই আয়োজন করা হয়।আকাবা নার্সারির মালিক ওয়ালিদা বানু লাবলী উপস্থিত থেকে পুরো নার্সারি ঘুরে দেখান এবং বলেন এক হাজারের বেশি প্রজাতির দেশি বিদেশি ফুল গাছ, ফল গাছ এবং বিভিন্ন শোভাবর্ধক গাছ এই নার্সারিতে রয়েছে।
পুরো নার্সারি ঘুরে দেখা শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনাতে কৃষি বিভাগের প্রভাষক হাসিবুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন। আকাবা নার্সারির মালিক ওয়ালিদা বানু লাবলী সংক্ষিপ্ত বক্তব্যে তাদের সফলতার গল্প শুনান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক কথা বলেন।
শিক্ষার্থীদের মধ্যে থেকে জান্নতুল ফেরদৌস মিম ও আলামিন অনুভূতি ব্যাক্ত করেন এবং কৃষি বিভাগের বিভাগীয় প্রধান কৃষিবিদ মো: জাহিদুল আমিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই মাঠ পরিদর্শনের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।