রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসে প্রতিবন্ধীদের জন্য পাঁচটি করে আসন সংরক্ষণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে প্রতিবন্ধীদের জন্য পাঁচটি করে বিশেষ প্রতীক দিয়ে চিহ্নিত আসন সংরক্ষণ করা হয়েছে।
এ সময় উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহণ প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাসসহ ফিজিক্যালি চ্যালেঞ্জড ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২১ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ওই সিন্ডিকেট সভায় একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিঁড়ির একপাশে র্যাম্প প্রস্তুত করা, আবাসিক হলগুলোর নিচতলায় প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘণ্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।