‘মুজিব শতবর্ষে রাবির সেরা শত গবেষক’ উপপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেরা ১০০ জন গবেষকে নির্বাচন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। নির্বাচিত গবেষকদের সংবর্ধনারও আয়োজন করবেন তারা। মূলত, মুজিব শতবর্ষে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং গবেষণায় শিক্ষকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এজন্য একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সেই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলামকে সভাপতি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।
উপাচার্য কর্তৃক গঠিত সেরা ১০০ গবেষক নির্বাচন কমিটি গত ২৯ সেপ্টেম্বর ১ম সভা করে। সেরা গবেষক নির্বাচনের জন্য সূচবসমূহ নির্ধারণে জন্য ১ম সভায় একটি টেকনিক্যাল সাব-কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউটের পরিচালকদেরকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।