খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হলসমূহ আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের খুলে দেয়া হয়েছে।
গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক আজ হল খুলে দেয়া হল। আগামী রোববার (৯ জানুয়ারি) থেকে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
কুয়েটের গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৯তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।