রাজশাহী মহানগরীর ছয়টি সরকারি স্কুলের শিক্ষকদের বদলির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার সকালে মহানগরীর সাহেববাজার এলাকায় ছয় স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের বদলির আদেশ স্থগিতের দাবি জানায়।
গত ৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আমমেদ এক আদেশে সারা দেশের ২৬১ জন শিক্ষককে বদলি করেন।
ওই আদেশে রাজশাহী মহানগরের ছয় স্কুলের ১৭ জন শিক্ষক আছেন। তাদের দূর-দূরান্তে বদলি করা হয়েছে। একই দিন মাউশির রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী মহানগরের আরও ১০ জন শিক্ষককে বদলি করেন। মাউশির এক চিঠির প্রেক্ষিতেই তাদের বদলি করা হয়।
বদলি করা শিক্ষকদের ১২ মার্চের মধ্যে যোগ দিতে বলা হয়। আগের দিন শিক্ষকরা স্কুল থেকে ছাড়পত্র নিতে শুরু করলে শিক্ষার্থীরা বদলির বিষয়টি জানতে পারে। এর পর দিন শনিবার রাজশাহী মহানগরের সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে।
পরদিন রোববারও নগরীর সাহেববাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে হাতে প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল- ‘আমার শিক্ষকের চোখে পানি কেন?’, ‘শিক্ষা নিয়ে রাজনীতি মানি না, মানব না’, ‘আমাদের শিক্ষক আমাদেরই থাকবে’। শিক্ষার্থীরা শিক্ষকদের বদলি আদেশ স্থগিতের দাবি জানায়।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস বলেন, এই বদলি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট ছিল। আবার অনেক স্কুলে বিষয়ভিত্তিক অতিরিক্ত শিক্ষক ছিলেন। স্কুল থেকেই এ তালিকা দেওয়া হয়েছিল। বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট কাটাতে যে স্কুলে অতিরিক্ত শিক্ষক ছিলেন সেখান থেকে বদলি করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।