ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাত কলেজে এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। অর্থাৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় সাত জন শিক্ষার্থী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।