হই-হুল্লোড় আর আনন্দ-উল্লাসে গা ভাসিয়েছেন শিক্ষার্থীরা। এসএসসির প্রত্যাশিত ফলের ছাপ যেন তাদের চোখে-মুখে। ফল নিয়ে দীর্ঘদিনের উৎকণ্ঠা ও উত্তেজনা নিমিষেই উড়ে যায় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে।
তবে, ফল প্রকাশের পর স্কুলে-স্কুলে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় তা এবার বেশিরভাগ ক্লাসে ই ছিল না। মুঠোফোনের খুদে বার্তায় আর ওয়েবসাইটে ফল প্রকাশের কারণে বিদ্যালয় প্রাঙ্গণে ভাটা পড়ে গতানুগতিক চিত্র।
সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশের পর যেখানে শিক্ষার্থীদের খুশিতে পুরো ক্যাম্পাস মেতে উঠতো। সেখানে এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসাতেই শিক্ষার্থী অভিভাবক নিজেদের মতো করে পরিবার-স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ঠিকই। অধ্যয়ন আর পরিশ্রমের সাফল্যের প্রতিচ্ছবি তাদের ঘরজুড়ে
ভোলার দৌলতখানে এসএসসি পরীক্ষায় সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পেরে খুশি । এ প্রতিষ্ঠানের থেকে মোট 90 জন পরীক্ষা দিয়ে 81 টি পাস করে তার মধ্যে A+ পেয়েছেন দুইটি ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।