অন্যান্য সকল প্রাণীরা মানুষের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দর পরিবেশের মধ্যে বাঁচতে হলে প্রাণীদের কল্যাণ নিয়ে কাজ করতে হবে। প্রাণীদের প্রতিটি অঙ্গ মানুষের বিভিন্ন কাজে লাগে। এছাড়া খাদ্য হিসেবে বিভিন্ন প্রাণীকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ফলে প্রাণীদের ওয়েলফেয়ার নিয়ে আমাদের ভালো কাজ করতে হবে।
সোমববার (২০ জুন) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘বাংলাদেশে প্রাণী কল্যাণের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রেক্ষাপট’ শীর্ষক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এসব কথা বলেন।
কর্মশালায় খামারের প্রাণীদের কল্যাণে আচরণগত পর্যবেক্ষণ বিষয়ে কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লিভ ফিলিপ। এছাড়া এ বিষয়ে টেকনিক্যাল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের যৌথ প্রযোজনায় এই কর্মশালার আয়োজন করা হয়।
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন সাত্তার ও ড. মঞ্জুর কাদির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
কলমকথা/সাজ্জাদ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।