শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করে।

এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দেখা যায়, সড়ক অবরোধ করে তারা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছে।

সম্প্রতি ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির পর থেকেই রাজধানীতে বাস ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বিমতের সৃষ্টি হয়েছে।