শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে ‘দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার চক্রান্তের অংশ’ হিসাবে আখ্যায়িত করেছে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

গতকাল রোববার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, শাবি শিক্ষার্থীদের চলমান আন্দোলন ‘নীতিবহির্ভূত’। পরিষদের সভাপতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য ড. মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।

পরিষদের বিবৃতিতে আরও বলা হয়-শাবির উদ্ভূত পরিস্থিতি নিয়ে ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় পরিষদের এক জরুরি সভা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। এতে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। সভায় শাবিসহ অন্যসব বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্যরা মতবিনিময় করেন।

 

কলমকথা/বি সুলতানা