ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতবর্ষী সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দাসহ বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দেওয়ায় এবার নতুন শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থীকে সেখানে দেওয়া হবে না।
ব্রিটিশ আমলে তৈরি এই হলে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে এনে ‘বিশেষায়িত হল’ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ৩৬টি কক্ষকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবির বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক আবদুল বাছির বলেছেন, সলিমুল্লাহ মুসলিম হল বর্তমানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। হলটির ৩৬টি কক্ষ বেশি ঝুঁকিপূর্ণ।
গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে উপাচার্যের বাসভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এসব কক্ষতে থাকা শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা খুবই জরুরি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।