বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত পয়েন্টসম্যান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। রেলওয়ের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আরোও পড়ুন:
চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিতে সাকিব
নন্দীগ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু
এতে বলা হয়েছে, ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত মোট ৬৫টি গ্রুপে পয়েন্টসম্যান পদের মৌখিক পরীক্ষা শুরু হবে। ডিজি অফিস, বাংলাদেশ রেলওয়ে, ১৬ আবদুল গণি রোড, ঢাকায় সকাল নয়টা থেকে এই পরীক্ষা শুরু হবে।
এরআগে গত ৯ সেপ্টেম্বর রেলওয়ের পয়েন্টসম্যান পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৩০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৬ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।