রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে হেনস্তা ও মারধরের ঘটনায় বিচার চেয়ে কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে শাখা ছাত্রলীগের ২০ নেত্রী।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালী আক্তার

উল্লেখ্য, সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করে দৈনিক নয়া শতাব্দীতে সাক্ষাৎকার দেওয়ায় সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে শনিবার মধ্যরাতে হেনস্তা ও মারধর করে কলেজের হল থেকে বের করে দেয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

এর প্রতিবাদে রাতেই তামান্না ও রাজিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজ শাখা ছাত্রলীগের অন্য পক্ষের নেতা-কর্মীরা।

একপর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরাও তাদের পক্ষে অবস্থান নিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।