রাকিব রিফাত,ইবি সংবাদদাতা: সাড়ে ৫ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ।
আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাসের পরিবর্তে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাড়ীসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলবে।
উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ৩০ জুলাই প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।