ক্রোনিক কিডনি ডিজিজে আক্রান্ত মাহিদুল ইসলাম।মাহিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।চিকিৎসার জন্য ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং বর্তমানে কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা.মোহাম্মদ আলী মাহিন এর অধীন চিকিৎসাধীন।
ডাক্তার জানিয়েছে, মাহিদ ক্রোনিক কিডনি ডিজিজে আক্রান্ত।ক্রিয়েটিনিন লেভেল ৭.৩১ এবং সে এখন এই রোগের শেষ ধাপ তথা স্টেজ-৫ এ আছে । তার দুটো কিডনির প্রায় ৯০% অকেজো। এই অবস্থায় তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং এর জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা যা পুরোপুরি বহন করা তার পরিবারের সামর্থ্যের বাহিরে।
মাহিদের চিকিৎসায় সহযোগিতা কামনা করেছে তার পরিবারের সদস্য,সহপাঠী, আত্মীয়স্বজন।
মাহিদের সহপাঠীরা জানান,দীর্ঘদিন নানান শারীরিক জটিলতায় ভুগছিল মাহিদ।মাইল্ড হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপজনিত নানান জটিলতায় সবশেষে আগস্টের ০১ তারিখ বিশেষজ্ঞ ডাক্তার জানালেন মাহিদ ক্রোনিক কিডনি ডিজিজে আক্রান্ত।এই অবস্থায় তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং এর জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা যা পুরোপুরি বহন করা তার পরিবারের সামর্থ্যের বাহিরে।আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো বেচে যাবে এই মূল্যবান প্রান। তাই সমাজের সর্বসাধারণ, দানশীল, উচ্চবিত্তজনের সহযোগিতা কামনা করছি।
সহায়তা পাঠানোর ঠিকানাঃ
বিকাশ/নগদ (পারসোনাল)- 01829745662 (বন্ধু-আসাদ)
01823743160 (বন্ধু- জাফর)
রকেট (পারসোনাল)-018297456625 (বন্ধু-আসাদ)
ব্যাংক একাউন্ট বিবরণঃ
ডাচ বাংলা ব্যাংক
A/C name: Asad Ujjaman Nur
A/C no: 2501050014017
Routing number: 090751572
Maijdee Court Branch,
অগ্রণী ব্যাংক
A/C name: Asad Ujjaman Nur
A/C: 0200013084120
NSTU Branch, Noakhali
ইসলামী ব্যাংক
A/C name: SOAB MIA
A/C: 20502250203962503
Routing number: 125751571
Maijdee court branch
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।