কুবি প্রতিনিধি: দীর্ঘ ২৭ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ৩ মে থেকে প্রশাসনিক কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়টিতে। শনিবার (০৬ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে গত ৩ তারিখ থেকেই প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ে।‘
উল্লেখ্য, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত একাডেমির কার্যক্রম বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে। এছাড়া গত ১৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ছিল প্রশাসনিক ছুটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।