ওয়েঞ্চাং ইন্টারন্যাশনাল অ্যারো স্পেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাথে চায়না ন্যাশনাল স্পেস এডমিনিস্ট্রেশন, রিমোট সেন্সিং ডাটা গ্লোবাল শেয়ারিং সুযোগের ঘোষণা ও সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৪ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাথে দ্য আর্থ অবজারভেশন সিস্টেম অ্যান্ড ডাটা সেন্টার অব চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে বৃহত্তর আন্তর্জাতিক অভিজ্ঞতার বিনিময় ও সহযোগিতা প্রসারিত হবে। যা মহাকাশ গবেষনায় একটি বড় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভিত্তি নির্মানে সহায়তা করবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর পক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং দ্য আর্থ অবজারভেশন অ্যান্ড ডাটা সিস্টেম(ইওএসডিসি), চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এর পরিচালক মি. ঝাও জিয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর রুটিন উপাচার্য অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমদ।
উল্লেখ্য, ‘ওয়েঞ্চাং ইন্টারন্যাশনাল অ্যারো স্পেস সিটি’ র পক্ষ থেকে ওয়র্নচাং, হাইনান প্রদেশ, চায়নাতে ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ” ওয়েঞ্চাং ইন্টারন্যাশনাল অ্যারো স্পেস ফোরাম” এ যোগদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফফাত মাহমুদ কে আমন্ত্রণ জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।