রাজশাহী ইউনিভার্সিটি এসোসিয়েশন অব ল ফাইন্ডারর্স’র (রুয়ালফ) ২০২২-২৩ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আইন বিভাগর ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে সভাপতি ও ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সানিয়াত বিন আজিজ মঞ্জিলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাবির আইন বিভাগে রুয়ালফ চত্বরে সংগঠনের বিদায়ী সভাপতি সুলতান মাহমুদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক কে.এ.এম সাকিব নতুন এই কমিটির অনুমোদন করেন।

কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি- ইকবাল মাহমুদ শোভন, তাহসিন রাহী, আশিক জাহান চৌধুরী আদর, তানভীর আহমেদ, রাশেদ জামান খান, শফিকুল ইহসান সিফাত। যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে- সাধন মুখার্জী, মাসুদ রানা, তাজরীন আহমেদ খান মেধা, অদিতি অনিন্দিতা অপরাজিতা ও নাঈম জাহিনকে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে- মোঃ রিয়াজ হোসেন, ওয়ালিদ তুহিন, খালিদ সাইফুল্লাহ সজীব, মোঃ ইশতিয়াক আহমেদ, মোঃ আল আমিন হোসেন ও মোঃ কায়েস মাহমুদকে।

উপেদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আছেন- সুলতান মাহমুদ শফিউল্লাহ, কে এ এম সাকিব, সাইফুল ইসলাম বিজয়, মোঃ মঈন উদ্দীন, আবিদ আহসান লাবন, আবুল বাশার আহম্মেদ, মোঃ আহসান উল্লাহ ও রঈসুল ইসলাম ওমর।

উল্লেখ্য, রুয়ালফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন। রাবি আইন বিভাগের সকল শিক্ষার্থীকে একই প্লাটফর্মে নিয়ে এসে পেশাগত কাজে দক্ষতা অর্জন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ স্থাপন , ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়ন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, চলমান বিভিন্ন আইনি ইস্যু এবং বিচারিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এ সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়।