যবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা ও সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নেতৃত্বে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ (ক্যাম্পাসে র্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার) শীর্ষক এ সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে পদযাত্রা বের করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে শাখা ছাত্রলীগ। এ সময় নেতাকর্মীরা ক্যাম্পাসকে র্যাগিংমুক্ত ও শিক্ষার সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সমাবেশে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো র্যাগিংমুক্ত ক্যাম্পাস। যদি কেউ র্যাগিং ও যৌন হয়রানির শিকার হয়,সাথে সাথে যবিপ্রবি ছাত্রলীগকে অবহিত করুন। যবিপ্রবি ছাত্রলীগ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, যবিপ্রবি ছাত্রলীগ অতীতেও র্যাগিংয়ের বিরুদ্ধে সমাবেশ করেছে এবং সবসময় এ বিষয়ে সচেতন ছিল। এবছর যবিপ্রবিতে র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি এবং কোন অভিযোগও আসেনি। যতদিন পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগ আছে কেউ যৌন হয়রানি ও র্যাগিংয়ের শিকার হবে না।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় সহ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।