সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুকুর আহমেদ ওসমানকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তালহা জুবায়ের জুয়েলকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
৩০ মার্চ (শনিবার) জেলা কল্যাণের ইফতার মাহফিলে উপস্থিত সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ও জেলা কল্যাণের উপদেষ্টা মন্ডলীদের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটিতে এছাড়া সহ-সভাপতি হিসাবে আছেন মেহেদী ফেরদৌস, এস.এম ফারুক আহমেদ, অন্তর বেপারী,বিজয় হাসান জয় এবং মাহদী হাসান হামিম (মেহেদি)।
তাছাড়া যুগ্ম-সাধারন সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় তাহাসিন আহমেদের (হৃদয় তালুকদার) নাম। সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন জাহিদ হাসান জয়, এবং আশীষ দে। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।