ঈদ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরছেন শিক্ষার্থীরা।প্রায় একমাস পর পুরোনো আমেজ ফিরে এলো জবির টিএসসিতে । দীর্ঘ বিরতির পর আবারও বন্ধু-বান্ধবদের সাথে চায়ের আড্ডায় মেতে উঠেছে শিক্ষার্থীরা।

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের ছুটিতে দীর্ঘ সময় বন্ধ ছিল জবির টিএসসি।ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের আনাগোনায় মুখোরিত হয়ে উঠলো সেই প্রাণের টিএসসি।ক্লাসের ফাঁকে টিএসসিতে চায়ের আড্ডায় অবসর সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা।পুরোনো বন্ধুদের সাথে আবারও আড্ডা জমেছে টিএসসির চায়ের দোকানগুলোতে। চায়ের কাপ হাতে নিয়ে বন্ধু-বান্ধবদের ছুটির গল্পে মেতে উঠছে সবাই।কাপের চা পুরোলেও সেই সব গল্প যেন পুরোয় না।

শিক্ষার্থীদের আনাগোনায় হাসি ফুটেছে ব্যবসায়িদের মুখে।দীর্ঘ সময় পর পুরোনো আমেজ ফিরে আসায় খুশি ব্যবসায়িরা।কাস্টমারদের সাথে বিভিন্ন গল্পে মেতে উঠছেন তারাও।চায়ের দোকান ছাড়াও খাবারের দোকানগুলোতে দেখা যায় শিক্ষার্থীদের ভীড়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ক্যান্টিন থাকায় এবং সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় টিএসসিতে এসে অবসর সময় কাটায় শিক্ষার্থীরা।