রাকিব রিফাত,ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “হজ্জ কী ও কীভাবে? ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) গ্রীণ ফেরাম ইবি শাখা এর আয়োজনে বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়।
এসময় গ্রীণ ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ অলী উল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, ইসলামি শরীয়তের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্জ চতুর্থ স্তম্ভ। ইসলামী শরীয়তে হজ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ্জের পুরস্কার কত চমৎকার হতে পারে এবং সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ না করার ভয়াবহ পরিণাম কি হতে পারে এ সম্পর্কে কুরআন ও হাদিসের রেফারেন্স ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।