রাকিব রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (০৮ জুন) পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, গতকাল ৭ জুন ২০২৩ তারিখ সকালে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান নিজ বাসা থেকে হাঁটতে বের হয়ে হাউজিং ডী ব্লকে আসলে অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা সোহেল মাহমুদ তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়ত। এতে গুরুতর আহত হলে অন্য সহকর্মীর সহযোগিতায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাঁর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়। এ ঘটনায় হামলাকারীর বিষয়ে তদন্ত-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।