বেরোবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল।
বুধবার (৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের সংগঠন এর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সাধারণ সম্পাদক ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম। এছাড়াও সংগঠনের অন্যান্যদের মধ্যে ছিলেন ড. শফিক আশরাফ,ড. আপেল মাহমুদ,ড. মোঃ হারুন-আল-রশিদ,ড. মোঃ সিদ্দিকুর রহমান,সাব্বীর আহমেদ চৌধুরী,মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ,মোঃ জহির উদ্দিন,এস এম আশরাফুল আলম ,মোঃ রাকিব উল ইসলাম ভূঁইয়া ,নিয়াজ মাখদুম,মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
ঈদ উপহার বিতরণে খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল,১কেজি ডাল,১কেজি চিনি ,১কেজি সেমাই ও হাফ কেজি তেল।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, প্রতি বছরেই সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হতো। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা সমাজের দুঃস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই ও তেল বিতরণ করছি এবং চেষ্টা করবো ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।