এক্সিডেন্টে আহত আরিফ রুহানী লিটনের পাশে দাড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদ্দাম হল শাখা ছাত্রলীগ। বুধবার (০৯ নভেম্বর) আরিফকে রংপুর মেডিকেল পর্যন্ত পৌঁছিয়ে দেয়ার জন্য এম্বুলেন্সের ব্যবস্থা করে দেন হলটির নেতাকর্মীরা।

জানা যায়, আরিফ বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গত ১১ অক্টোবর ২০২২ অটো আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আরিফ সহ তার পরিবারের ৪ জন সদস্য মারাত্মকভাবে আহত হয়। তার বাবা আইসিইউতে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে আরিফ ২০০৩ সালে এক্সিডেন্ট করে একটি পা অকোজ হয়ে যায়।

এক্সিডেন্টে সাপোর্ট দেয়ার সেই হাতের দুটি হাড় ভেঙ্গে যায় এবং অকোজ পা টার আবার হাটু ভেঙে যায়। সাপোর্ট ছাড়া সে হাটতে পারতো না। গতকাল তার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হলে পুনরায় রংপুর মেডিক্যাল হাসপাতালে যাওয়ার মত কোন উপায় না পেয়ে হতাশ হয়ে পড়লে এম্বুলেন্সের ব্যবস্থা করে দেন সাদ্দাম হল শাখা ছাত্রলীগ।

এসময় আরিফের এম্বুলেন্সের ব্যবস্থার জন্য রেফারেন্স করেন সাদ্দাম হোসেন হলের প্রভোষ্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি।

এ বিষয়ে আরিফ রুহানি লিটন বলেন, যখন হতাশা-বিষন্নতা মগ্ন ছিলাম তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ইবি সাদ্দাম হল শাখা ছাত্রলীগ। তাদের একান্ত প্রচেষ্টায় এম্বুলেন্সের মাধ্যমে রংপুর মেডিকেল পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়। যারা আমাকে রংপুর পৌঁছাতে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি মৃদুল হাসান বলেন, আরিফের ভাইয়ের অবস্থা দেখে এবং তার পরিবারের সমস্যার কথা শুনে খারাপ লাগছিল।

পরে আমি সাদ্দাল হোসেন হল প্রভোস্ট ও ইবি শাখা ছাত্রলীগের সভাপতির মাধ্যমে সন্ধ্যার দিকে এম্বুলেন্সের ব্যবস্থা করে দেই। তার পাশে দাড়াতে পেরে নিজের কাছে অন্যরকম অনুভূতি কাজ করছে।