ডা. আজাদ খান,ব্যুরো চিফ(ময়মনসিংহ বিভাগ): জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই-এর সাংবাদিক আলহাজ্ব হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম আব্দুল হালিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, আরটিভির জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু, জামালপুর নাগরিক ভয়েস’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামালপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, জামালপুর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের আহবায়ক শাহাবুল আকন্দ, সাংবাদিক ইউনিয়ন জামালপুরের সভাপতি সুকান্ত চক্রবর্তী, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসু, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক রেহামান বিন শাওন, বাংলাদেশ রিপোটার্স ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তাদির হোসেন সেলিম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোসতুজা বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন, কার্যকরী সদস্য মোঃ আঃ হামিদ, মোঃ ইব্রাহিম খান।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উক্ত ঘটনা জানার পরে অনলাইনে যুক্ত হয়ে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং মামলার তদন্তে সঠিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপন এবং তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের কারণে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়। সাইদুল ইসলাম শিপন, কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগুর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার অপকর্ম ঢাকতে এবং হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়।