নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই ) নোবিপ্রবি উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে এ সভায় সভাপতিত্ব করেন   বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

উক্ত মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন,  শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ডিন প্রফেসর ড. মো. আশিকুর রহমান খান, রেজিস্ট্রার (অ.দা) ও সচিব ভর্তি কমিটি (২০২১-২২) মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ইসরাত সাদমীন, অতিরিক্ত পুলিশ সুপার  মো. আকরামুল হাসান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, উপ-পরিচালক, ডিজিএফআই নোয়াখালী, এনএসআই নোয়াখালীর সহকারী পরিচালক মো. আব্দুল বাশির, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুধারাম মডেল থানা, নোয়াখালী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী।

সভায় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ ও নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই, ১৩ আগস্ট এবং ২০ আগস্ট ২০২২ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।