আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২মার্চ) দুপুর ১টায় জবির রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষ ও বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া দুপুরে জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণের সভাপতি নেছার আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, সহকারী প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী ড. মো. রেজাউল হোসাইন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, সহকারী রেজিস্ট্রার বরকতুল্লাহ, অর্থ দপ্তরের সেকশন অফিসার আরেফিন কাউছার, সেকশন অফিসার মৌসুমী আচার্য, জুনিয়র লাইব্রেরিয়ান আবুল কালাম বক্তব্য প্রদান করেন।

পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হওয়া নবীনবরণে উপস্থিত নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাস ও সংগঠনের ব্যাপারে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, নারায়াণগঞ্জ জেলা শিল্প ও অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ণ। শিক্ষার দিক থেকে অন্য অনেক জেলা থেকে পিছিয়ে রয়েছে। আমরা চাই পরস্পর সহযোগীতার মাধ্যমে নারায়াণগঞ্জ জেলার শিক্ষার মানকে আরো উন্নত করতে। নারায়াণগঞ্জ জেলার সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে একটি পরিবার। পরিবারের সবাই মিলে আমাদের প্রাণের নারায়াণগঞ্জ জেলার নাম ও মানকে অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।