জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের দিনব্যাপী ডে-ক্যাম্প ৩১ মার্চ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হওয়া ক্যাম্পটি মূলত নতুন সহচরদের শিক্ষানবীশ কার্যক্রম হিসেবে দীক্ষা ক্যাম্পের উদ্দেশ্য আয়োজন করা হয়েছে।
সেশনের শুরুর দিকে সুশৃঙ্খলভাবে নতুন সহচরদের নিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে স্কাঊট কার্যক্রমের ওয়ান-ডে-ক্যাম্পের শুভ শুচনা করা হয়।রোভারের মৌলিক ক্লাস সহ বিভিন্ন সেশন এবং তাবু-বাশ, রশি -গেরো এবংহাইকিংসহ বিভিন্ন জীবনমুখী চ্যালেঞ্জিং এর বেসিক সেশনের উপর মডিউল এবং ক্লাস নেয়া হয়েছে।
প্রাক্তন মেম্বারদের বিগত ব্যাচের রোভার স্কাউটিং অভিজ্ঞতা সবার সম্মুখে তুলে ধরা হয়েছে।
দিনব্যাপী ফিল্ড-ওয়ার্কের সেশন হিসেবে মজাদার ইভেন্ট দলগত হাইকিং করা হয়েছিল।এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে রোভার স্কাউটের সিনিয়র মেটদের অংশগ্রহনে বাৎসরিক ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। প্রায় দুই-শতাধিক শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহনে রোভার স্কাউট আয়োজিত এক দিনের ডে-ক্যাম্পটির সাফল্যমন্ডিত করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।