ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে গভীর রাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৭ জুন) রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ্ হলের একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।
জানা যায়, সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের নামে বরাদ্দ রুম দখল করতে যায় শয়নের অনুসারীরা। আর শহীদুল্লাহ্ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা।
এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানায় ছাত্রলীগের নেতারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।