রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী শহীদ মাহমুদ হাবিব হিমেল স্বরণে রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাবি ‘প্রেমবঞ্চিত সংঘ’ শাখা এ কর্মসূচির আয়োজন করে। রক্তদান কর্মসূচি নিয়ে প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হয়েছেন, তার স্মরণে এই কর্মসূচি।
অনেক সময় রক্তের জন্য রোগীর স্বজনদের দৌড়াদৌড়ি করতে হয়। তারা সঠিক সময়ে রক্তের জোগার করতে পারে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ব্লাডের অভাবে যেন কোনো রোগী মারা না যায়। আমরা সবাই রক্ত দিবো এবং রক্ত দেওয়াকে উদ্বুদ্ধ করবো। একজন সুস্থ মানুষের দেওয়া রক্তে আরেকজন অসুস্থ মানুষের জীবন বাঁচবে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।