আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহনের শিক্ষা,  ঐক্য, ভ্রাতৃত্ব, ঈমান স্লোগানে ধারক আজিমপুরগামী বিজয় বাসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি দায়িত্ব পেয়েছেন ১৫ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী  রিফাত চৌধুরী সজল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান  বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী  সাফওয়ান সজীব।

সাবেক সভাপতি পিয়াল দাস অনুপ এবং সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান সায়েম সাক্ষরিত,৩ মে (বুধবার) এই
কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি রিফাত চৌধুরী সজল বলেন,
বিজয় বাস বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বাস, এটি একটি পরিবার। এই পরিবারের এত বড় দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বিজয় বাসের সিনিয়র-জুনিয়র যে সম্প্রীতি রয়েছে তা আরো ভালোভাবে গড়ে তুলব আমি। সবাই একটা পরিবার, তাই সকল শিক্ষার্থীর পাশে সবসময় থাকব। একটি তহবিল থাকবে বাসের, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে। সবাইকে নিয়ে একসাথে বিজয় পরিবারকে একটা ব্র‍্যান্ড হিসেবে দাঁড় করাব ইনশাআল্লাহ।