হাবিবুর রহমান, রবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল বৃহস্পতিবার  তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের স্টুডিও থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও  শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 


স্বাগত বক্তব্যে রবি উপাচার্য বলেন,  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের সুমহান ত্যাগ ও অবদান বাঙালি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।দুই ভাতৃপ্রতিম দেশের সম্পর্ক রক্তের বাঁধনে বাঁধা। ভারতীয় সহকারী হাই কমিশনার তাঁর আনন্দ অভিব্যক্ত করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে তিনি ধন্য। রবীন্দ্রনাথ দুই দেশের সঙ্গে সেতু রচনা  করেছেন।  সেই পথ ধরে  দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ অবারিত রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সে সুযোগ নিশ্চিতভবে কাজে লাগাবে।


পরে বিকেলে শাহজাদপুর বনিক সমতি আয়োজিত উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও বণিক সমিতির নেতৃবৃন্দ।