বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৬ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে সেরজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বই মেলায় এসে বিভিন্ন ধরনের বই পড়ছেন, কেউ বা পছন্দের বইটি কিনে নিয়ে যাচ্ছেন। বইমেলার চতুর্থ দিন আজ। জমে উঠেছে বইমেলা।
সেলফে সারি সারি সাজানো আছে বিভিন্ন ধরনের বই। ভ্রাম্যমান বই মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই।
থাকবে দেশি-বিদেশি লেখকের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, ভ্রমন কাহিনী, কবিতার রই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজ তত্ব, স্বাস্থ্য -চিকিৎসা বিষয়ক, রান্নাবিষয়ক, ব্যায়ামবিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সব ধরনের বই।
বিশ্বসাহিত্য কেন্দ্রর বইমেলা থেকে বই কেনা ও পড়া যাবে। বইমেলাটি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। এই বই মেলায় আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।